শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক তরুণী নারী ফুটবলার, মৌ রানী দাস (১৭), তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মৌ রানী দাস এলাকার নারী ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন এবং তার স্বপ্ন ছিল জাতীয় ফুটবলার হওয়ার।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তার মরদেহ তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামে তার পরিবারের বাসা থেকে উদ্ধার হয়। পরিবারের সদস্যরা জানান, মৌ সকালে পরিবারের সঙ্গে নাস্তা করেছে এবং পরে সে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার পর, তার মরদেহ ঘরের একটি ধানের উগারের (কাড়ি) ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মৌ রানীর বাবা সুষেন দাস জানান, সকালে স্বাভাবিকভাবে নাস্তা করার পর তার মেয়ে নিখোঁজ হয়ে যায়। তিনি হাওরে কাজে যাওয়ার পর সকালে এই ঘটনা ঘটে। মৌ রানীর বাবা বলেন, তার মেয়ের খুব স্বপ্ন ছিল যে, সে জাতীয় ফুটবলার হবে, আর তিনি তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তবে, মর্মান্তিকভাবে তার মেয়ের জীবন স্বপ্নপূরণের আগেই শেষ হয়ে গেল।
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মৌ রানীর মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, এবং এটি এলাকায় অনেক প্রশ্নের সৃষ্টি করেছে। তবে, এই মৃত্যুর পেছনে আসল কারণ এখনো পরিষ্কার হয়নি, এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।