শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র সমাবেশে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তার মতে, হাছান মাহমুদ আইএস এবং আল কায়দার মতো ভিডিও বার্তা দিয়েছেন, এবং সরকার পরিবর্তনের জন্য বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যদি ফের ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসে, তাদের প্রথম টার্গেট হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’
তিনি আরও অভিযোগ করেন যে, রাজনৈতিক দলগুলো যখন আন্দোলন করেছে, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে উপেক্ষা করা হয়েছে। বিএনপির প্রতি প্রশ্ন রেখে হাসনাত বলেন, “কী এমন অবস্থান হলো যার কারণে শেখ হাসিনার সরকারের দোসররা বিএনপির সঙ্গে কাজ করতে চাইছে?”
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা নানা ধরনের রাজনৈতিক সমঝোতা না করে সরকার এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে। তার মতে, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের টর্চার সেল ছিল, সেগুলোর বিরোধিতা এবং সরকারের বিরুদ্ধে অনমনীয় অবস্থান গ্রহণ করার কারণে তাদের ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, “আমরা কোনো টেন্ডারবাজিতে, চাঁদাবাজিতে জড়িত না। আমরা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করি, যা আমাদের সবচেয়ে বড় অপরাধ।” এই সমালোচনা, তিনি দাবি করেন, দেশের গণতান্ত্রিক অবস্থার অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “তাদের (বিএনপির) রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তারা তরুণ প্রজন্মের কৃতিত্বকে অবজ্ঞা করে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি মির্জা আব্বাসের বক্তব্যের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “যখন পিতা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন, তখন সন্তানেরা বুক পেতে দিয়েছিল, রাষ্ট্র ধ্বংস হয়নি বরং পিতার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল।”
শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা জেনারেশন কনফ্লিক্টের দিকে যেতে চাই না, বরং অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের শক্তি দিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
এ বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ একদিকে যেমন বর্তমান রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছেন, তেমনি আগামী দিনের বাংলাদেশ গড়ার স্বপ্নও ব্যক্ত করেছেন, যেখানে তরুণ প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ।