সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোণার পাঁচটি আসনে বিএনপির মনোনিত প্রার্থী যারা নেত্রকোণায় ‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ বিষয়ক সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা টিপু সুলতানের স্ত্রী নিহত, আহত ২ মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন গান ‘চাকা’ মোহনগঞ্জে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে: মাওলানা এনামুল হক নেত্রকোণায় কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২ মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু
৭ কলেজ ইস্যু : কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন ঢাবি শিক্ষার্থীরা

৭ কলেজ ইস্যু : কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন ঢাবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
৭ কলেজের অধিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আজ রবিবার বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।
তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪৩ হাজার শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ। সেখানে তারা সাত কলেজের ২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থীদের দায়ভার নিয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকরা সাত কলেজের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে আমাদের বঞ্চিত হতে হচ্ছে।’

নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত কলেজের কাজ না করার অনুরোধ জানিয়ে ঢাবি শিক্ষার্থীরা বলছেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবার সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেওয়া হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে। সাত কলেজ বাতিল না করলে পরীক্ষা শেষে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সাত কলেজের কারণে ঢাবি শিক্ষার্থীদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে তারা বলেন, ‘ঢাবি প্রাঙ্গণে সাত কলেজের ভবন নির্মাণ করা যাবে না। ঢাবি শিক্ষার্থীরা কোনো প্রহসন মেনে নেবে না। দাবি না মানলে রাজপথ থেকে ঢাবি প্রশাসনকে চাপ দেওয়া হবে। রাজু, ভিসি অফিস, রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com