বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
টানা দুই ড্রয়ের মুখে পড়ল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও কোনো মতে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে দরিভাল জুনিয়রের দল।
প্রথমার্ধে ব্রাজিল এবং উরুগুয়ে উভয়ই আক্রমণাত্মক শুরু করে। তৃতীয় মিনিটেই ভিনিসিউস জুনিয়রের সুযোগ নষ্ট এবং ২১তম মিনিটে উরুগুয়ের ফাকুন্দো পেলিস্ত্রির ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফেদে ভালভার্দের দুর্দান্ত শটে এগিয়ে যায় উরুগুয়ে। তবে ছয় মিনিট পর ব্রাজিল সমতা ফেরায় গারসনের দুর্দান্ত ভলিতে।
যোগ করা সময়ে ব্রাজিল অধিনায়ক দানিলোর একটি সুযোগ হাতছাড়া করেন, ফলে ১-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।
পয়েন্ট টেবিলের অবস্থা:
আর্জেন্টিনা: ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।
উরুগুয়ে: ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়।
ইকুয়েডর ও কলম্বিয়া: ১৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ।
ব্রাজিল: ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম।
ব্রাজিলের ফুটবলে গতি থাকলেও ফিনিশিংয়ের অভাব এবং রক্ষণে দুর্বলতা তাদের বারবার ব্যর্থ করছে। উরুগুয়ের জমাট রক্ষণ এবং ভালভার্দের নেতৃত্বে মিডফিল্ডের দাপটও এই ড্রয়ের কারণ। টানা দুই ড্রয়ে বিশ্বকাপ বাছাইয়ে চাপে পড়েছে ব্রাজিল।