বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সুকুমার পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই দক্ষিণী সিনেমার দুনিয়ায় আলোড়ন তুলেছিল। সেই ধারা বজায় রেখেই আসছে সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘পুষ্পা টু’। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার অভিনীত এ সিনেমা মুক্তির আগেই তৈরি করেছে দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা।
রাশমিকার পারিশ্রমিকের চমক
ইন্ডিয়া ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ‘পুষ্পা টু’-তে রাশমিকা মান্দানার পারিশ্রমিক ১০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৮ লাখ টাকার বেশি। এই পারিশ্রমিক রাশমিকাকে ভারতের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম করে তুলেছে।
‘পুষ্পা টু’-এর ট্রেইলার নিয়ে উন্মাদনা
সম্প্রতি মুক্তি পাওয়া ২ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেইলার দেখেই বোঝা যায়, পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুন এবং শ্রীবল্লি চরিত্রে রাশমিকার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর, যা ১২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
রাশমিকার ক্যারিয়ার ও সাফল্য
অভিষেক: ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’-এর মাধ্যমে।
সাফল্য: ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেুরু নীকেবাড়ু’, ‘ভীষ্মা’, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মতো সিনেমায় অভিনয় করে জায়গা করে নিয়েছেন দক্ষিণী সিনেমার প্রথম সারির নায়িকাদের মধ্যে।
বলিউডে অভিষেক: ২০২২ সালে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে।
ব্যক্তিগত জীবন ও শিক্ষা
রাশমিকা কর্ণাটকের কোগাড়ু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। কলেজ জীবন থেকেই মডেলিংয়ে যুক্ত ছিলেন এবং ২০১৪ সালে ‘ক্লিন অ্যান্ড কেয়ার টাইমস ফ্রেশ ফেস’ খেতাব জেতার পর অভিনয় জগতে পা রাখেন।
ফাহাদ ফাসিলের প্রত্যাবর্তন
‘পুষ্পা টু’-তে আইপিএস অফিসার ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে ফাহাদ ফাসিল আবারও নিজের সেরা পারফরম্যান্স দেখানোর জন্য প্রস্তুত।
‘পুষ্পা টু’-এর জন্য দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিলের মতো তারকাদের অভিনয়ে সিনেমাটি বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।