শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশজুড়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের আকাশ থাকবে আংশিক মেঘলা। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আগামীকাল (২৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই তথ্যের ভিত্তিতে শীতের প্রস্তুতি নেওয়া ও যাতায়াতের সময় কুয়াশার বিষয়টি মাথায় রাখা উচিত।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com