শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা: নিহত ৪২, আহত ২০

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা: নিহত ৪২, আহত ২০

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীদের গুলি চালানোর ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কুর্রাম জেলার ওচত এলাকায় এই হামলায় আহত হয়েছেন আরও ২০ জন। নিহতদের মধ্যে তিন নারী ও শিশুও রয়েছেন।
পুলিশ জানায়, পারাচিনার থেকে পেশোয়ার যাওয়ার পথে পাহাড় থেকে সশস্ত্র ব্যক্তিরা গাড়িবহরের ওপর গুলি চালায়। আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে স্থানান্তর করা হচ্ছে।
সৈয়দা বানু নামের এক যাত্রী বিবিসিকে জানান, গুলির শব্দ শুরু হওয়ার পর তিনি বুদ্ধি করে সন্তানদের নিয়ে গাড়ির আসনের নিচে লুকিয়ে প্রাণ বাঁচান। গুলি থামার পর বের হয়ে তিনি চারদিকে আহত ও নিহতদের ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন।
খাইবার পাখতুনখোয়ার প্রধান সচিব নাদিম আসলাম চৌধুরী এটিকে বড় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রদেশটির আইনমন্ত্রী আফতাব আলম জানান, হামলার জন্য দুটি সন্ত্রাসী গ্রুপ একে অপরকে দায়ী করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারে তদন্ত চলছে।
এই হামলা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com