বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

নতুন মামলায় গ্রেফতার সাবেক আইজিপি-মন্ত্রীসহ ৭ জন

নতুন মামলায় গ্রেফতার সাবেক আইজিপি-মন্ত্রীসহ ৭ জন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছাড়াও সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদারসহ ৭ জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) লালবাগ, ভাষানটেক, যাত্রাবাড়ীসহ একাধিক থানার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

এদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে নতুন মামলাগুলোয় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন। পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

অন্যদিকে লালবাগ থানার মো. আলী হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি নজরুল ইসলাম কবিরাজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com