বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোনার আলো ডটকম:
সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য সুখবর আসছে। আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য খাতের আমানতের সুদহারের সঙ্গে সমন্বয় করে বাজারভিত্তিক নতুন সুদহার নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার পুনর্নির্ধারণের প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। শিগগিরই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এটি প্রজ্ঞাপন আকারে জারি করবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সঞ্চয়পত্রের সুদহার অন্তত ১ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে বাজারে অন্যান্য আমানতের সুদহার বৃদ্ধির সঙ্গে সঞ্চয়পত্রের সুদহারও ওঠানামা করবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ব্যাংকের স্থায়ী আমানতে ৯ থেকে ১৩ শতাংশ সুদ দেওয়া হয়, যেখানে সঞ্চয়পত্রে গ্রাহকরা পান ১১ থেকে সাড়ে ১১ শতাংশ সুদ।
নতুন সুদহার
নতুন পদ্ধতিতে ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রে পাবেন ১২.৪০ শতাংশ, আর বেশি বিনিয়োগকারীরা পাবেন ১২.৩৭ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে সুবিধা আরও বেশি—৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীরা পাবেন ১২.৫৫ শতাংশ এবং এর বেশি বিনিয়োগকারীরা পাবেন ১২.৩৭ শতাংশ। তবে মেয়াদপূর্তির আগে ভাঙালে সব ক্ষেত্রেই মুনাফার হার কমবে।
কার্যকারিতা ও প্রজ্ঞাপন
নতুন হার ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এরই মধ্যে আট দিন পেরিয়ে গেছে। প্রজ্ঞাপন জারি করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। এ সময়ে যেসব বিনিয়োগ হয়েছে বা হবে, সেগুলোর ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে সংশ্লিষ্ট বিভাগ উপায় খুঁজছে।
এই নতুন ব্যবস্থায় অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।