বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

দেশের সর্বোচ্চ তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বৃষ্টি নেত্রকোণায়

দেশের সর্বোচ্চ তাপপ্রবাহের মধ্যে স্বস্তির বৃষ্টি নেত্রকোণায়

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণায় কযেকদিন ধরে চলা মৃদু তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি হওয়ায় মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

গতকাল শুক্রবার ছিল দেশের মধ্যে নেত্রকোণায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

এতে শিশু,বৃদ্ধ,শ্রমিক,দিনমজুরেরা বিপাকে পড়েন বেশি। গরমে অতিষ্ট মানুষ সময় কাটাচ্ছিলেন চরম অস্বস্তির মধ্য দিয়ে।

আজ শনিবার দুপুর সোয়া ১ টার দিকে আকাশ মেঘলা হয়ে নামে বৃষ্টি। প্রায় সোয়া পাচঁটা নাগাদ চলে বৃষ্টি। সাথে দমকা বাতাস। বৃষ্টির আর বাতাসের শীতল পরশে সব বয়সী মানুষের মাছে ফিরে আসে স্বস্তি।

নেত্রকোণা শহরের উকিল পাড়া  এলাকার বাসিন্দা হেপী সরকার বলেন, দুপুর ১২ টার দিক থেকে আকাশ মেঘলা ছিল। হালকা বাতাসও বইছিল। পরে সোয়া ১ টার দিকে অঝোর ধারায় বৃষ্টি নামে। তখন দমকা বাতাসও বইছিল। এতে করে কয়েকদিন ধরে অসহনীয় গরম থেকে পরিত্রাণ পাইলাম। এখনও আকাশ মেঘলা। এখন বলতে গেলে শীতল আবহাওয়া।

নেত্রকোণা সদর বারহাট্টা রোড এলাকার  চিকিৎসক উমর ফারুক বলেন, দুপুরের বৃষ্টিতে গরম কেটে গেছে। কয়েকদিন ধরে এতো গরম লাগছিল যে, কিছুই ভাল লাগছিল না। শরীরে সবসময় একটা অস্বস্তি লেগেই ছিল। খাওয়া দাওয়া কিছুই ভাল লাগছিল না।

নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকার বাসিন্দা এইচ আর খায়রুল ইসলাম বলেন, কয়েকদিনের গরমে বাসার ছেলে,মেয়েরা খুব কষ্টে কাটাচ্ছিল। আজকের দুপুরের বৃষ্টি আল্লাহর রহমত হিসেবে আসছে। এখন অনেক ভাল লাগছে, আরাম পাইতাছি। অনেকটা বৃষ্টি হইছে। আকাশের যে অবস্থা তাতে মনে হইতেছে আরো বৃষ্টি হবে।

নেত্রকোণা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন নেত্রকোণার আলো ডটকমকে বলেন, বেলা তিনটা নাগাদ ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  এতে করে  নেত্রকোণায় তাপপ্রবাহ অনেকটাই আরামপ্রদ হয়েছে। বেলা তিনটার দিকে ২৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় নেমে এসেছে। এটা এখন কন্টিনিউ করবে। বৃষ্টি হওয়ার আগে জেলায় ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিল। তারও আগে গতকাল জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com