বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হার দিয়ে শুরু করা বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও জ্যামাইকার কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণির জাদুতে ক্যারিবিয়ানদের ১০১ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজে ১-১ সমতা ফেরানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রও জয় দিয়ে শেষ করলো।

কিংস্টনে এই ১০১ রানের জয়ের মাধ্যমে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সর্বশেষ ২০০৯ সালে সাকিব আল হাসানের নেতৃত্বে টাইগাররা ক্যারিবিয়ান মাটিতে টেস্ট জিতেছিল। সেই সিরিজ দিয়েই শুরু হয়েছিল সাকিবের অধিনায়কত্বের যাত্রা। দীর্ঘ সময় পর এমন জয় অধিনায়ক সাকিবের জন্যও দারুণ তৃপ্তির।

সাবাইনা পার্কে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিততে হলে ২৮৭ রানের চ্যালেঞ্জ নিতে হতো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু এই মাঠে এত বড় রান তাড়া করে জয়ের কোনো রেকর্ড ছিল না। দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। তাইজুল ইসলামের বোলিং জাদুতে তারা হার মানে ১০১ রানের ব্যবধানে।

প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল মাত্র ১৬৪। তবে নাহিদ রানার ৫ উইকেট শিকারের কল্যাণে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে, যা দেশের বাইরে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর।

চতুর্থ দিনের সকালে দ্বিতীয় ইনিংসে জাকের আলির ব্যাটে বাংলাদেশ তোলে ২৬৮ রান। দুর্ভাগ্যজনকভাবে জাকের সেঞ্চুরি মিস করেন, তিনি করেন ৯১ রান।

জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা শুরুতেই হারায় ২ উইকেট। পরে কেভাম হজ (৫৫) ও ক্রেইগ ব্রাফেট (৪৩) প্রতিরোধ গড়লেও তাইজুল ইসলামের ঘূর্ণি তাদের থামিয়ে দেয়।

তাইজুল একাই নেন ৫ উইকেট, আর তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট। ফলে ক্যারিবিয়ানরা অলআউট হয় ৫০ ওভারে।

এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। দীর্ঘ ১৫ বছর পর ক্যারিবিয়ান মাটিতে টেস্ট জয় টাইগারদের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com