বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’ র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী উপজেলা সিপিবির আয়োজনে এ সমাবেশ হয়।
সমাবেশে উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ। অন্যদের মাঝে বক্তব্যে দেন উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং প্রমুখ।
সমাবেশে বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত-আহতদের প্রকৃত তালিকা তৈরি, আহতদের সুচিকিৎসা, ও পরিবারের পুনর্বাসনের দৃশ্যমান উদ্যোগ গ্রহণ, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার, বিভিন্ন স্থানে দখলদারী ও চাঁদাবাজিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, বিভিন্ন জায়গায় বিতর্কিতদের নিয়োগ বন্ধ,বিদ্যুৎ পরিস্থিতির গুরুতর অবনতির দ্রুত সমাধান, নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে আনা, পাচারের টাকা ফেরত আনা, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য, সংখ্যালঘু, মাজারসহ বিভিন্ন স্থাপনার ওপর আঘাত-ভাঙচুর ও ‘মব জাস্টিস’ এর বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণ ও ঐতিহ্য পুনর্নির্মাণের ঘোষণার দাবি জানান।