শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
আমি বৃদ্ধ মা, আর কত কাঁদব, একজন অসহায় মায়ের কান্না শোনার কি কেউ নেই, খালাস পেয়েও ১৬ বছরে মুক্তি মেলেনি, স্বামী ছাড়া সন্তানদের নিয়ে আর কত দিনের অপেক্ষা, এসব হৃদয়বিদারক বার্তা ও কষ্টের প্রতিফলন ঘটিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বজনরা দাড়িয়েছে রাস্তায়।
আজ বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘বিডিআর কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এই মানববন্ধনে অংশ নেন দেড় শতাধিক চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি নায়েক সুবেদার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সৈনিক আবু নাসের সোহাগ, আব্দুল মোমেন, আসাদুল হক, জাকির হোসেন, আল আমিন, এবং শামীম মিয়া।
বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি হাফিজুর রহমান তার বক্তব্যে অভিযোগ করেন যে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহের পর শেখ হাসিনা সরকারের নীলনকশায় হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে বিনা বিচারে কারাগারে থাকতে হয়েছে। আজও অনেক সদস্য নিখোঁজ এবং অনেকেই বিনা বিচারে মানবেতর জীবনযাপন করছেন।
জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম মানববন্ধনে অংশ নিয়ে বলেন, বিডিআর হত্যাকাণ্ডে যারা প্রকৃত দোষী, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক। তবে যারা নিরপরাধ, তাদের দ্রুত মুক্তি দিতে হবে এবং চাকরিতে পুনর্বহাল করতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।