শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং উগ্রবাদী সংগঠন ইসকনের নিষিদ্ধকরণের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বড় বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি আখড়ার মোড়, তেরী বাজার, ছোট বাজার, এবং কাচারী রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য দেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম, মুফতি আব্দুল বারী, মাওলানা মোস্তফা আহমাদ জীহাদী, মুফতি হাবিবুল্লাহ খান, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, মুফতি মাসুদ পাঠান, ছাত্রনেতা ইমরান হোসাইন, হাফেজ সাকিবুল হাসান, মোহাম্মদ বিন ইয়ামিন, যুব নেতা আনোয়ার হোসাইন, এবং মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “ইসকন একটি উগ্র মৌলবাদী সংগঠন। তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করে তারা তাদের হিংসাত্মক মনোভাবের পরিচয় দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।”
এসময় বক্তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারকে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান।