শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মরণে সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মরণে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নবিএফইউজে’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মৃত্যুতে নেত্রকোণায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) সাংবাদিক কল্যাণ সংস্থা, নেত্রকোণার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রেসক্লাব সদস্য সচিব এবং সাংবাদিক কল্যাণ সংস্থা নেত্রকোনা জেলা শাখার সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার খানের সঞ্চালনায় এ সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন (ডিইউজে) এর সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম)-এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নেত্রকোণা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু এবং জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিছ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মৃতিচারণ করেন বক্তব্য রাখেন, অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল, এম. মুখলেছুর রহমান খান, আলী আমজাদ, ভজন দাস, সঞ্জয় সরকার, পল্লব চক্রবর্তী, নাজমুস শাহাদাত নাজু, কামাল হোসেন, আবুল কালাম, হানিফ উল্লাহ আকাশ, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী ও কবি এনামুল হক পলাশ।

বক্তারা তার সাংবাদিকতা, মুক্তিযুদ্ধে ভূমিকা এবং ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরে বলেন, রুহুল আমিন গাজীর আদর্শ ও কর্মজীবন সাংবাদিক সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।

এছাড়াও অনুষ্ঠানে  সুদী সমাজ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেণ।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com