বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

বিএনপি নেতা রফিকুল ইসলাম হিলালী ডেঙ্গু আক্রান্ত

বিএনপি নেতা রফিকুল ইসলাম হিলালী ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা বিএনপির এই নেতা নিজেই জানিয়েছেন। তিনি তার সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন।
তিনি ফেসবুক ষ্ট্যাটাসে লিখেছেন,“নিঃশ্বাসের বিশ্বাস নেই, জীবন কখনো সরল পথে চলে না—কখনো জটিল, কখনো তা বেদনার। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের পথে। কথা বলতেই ভীষন কষ্ট। আপনাদের দোয়া আমার প্রাণশক্তি। হে আল্লাহ, আমাকে সুস্থতা দাও।“

হিলালী বড় ভাই আমিন মো: হিলালী জানান, গতকাল ময়মনসিংহে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেখানে ডেঙ্গু আক্রান্তের বিষয়টি জানাজানি হওয়ায় অনেক নেতা-কর্মী ভীড় জমান। এতে করে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার উপক্রম হয়। পরে সুষ্ঠু চিকিৎসার জন্যে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ছোটভাইয়ের সুস্থতার জন্যে সবার কাছে দোয়া চেয়েছেন আমিন মো: হিলালী।

নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক ডা.আনোয়ারুল হক,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নেত্রকোণা জেলা জজ আদালতের সরকারি কৌসুলী মাহফুজুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী ডেঙ্গু আক্রান্ত রফিকুল ইসলাম হিলালীর সুস্থতা কামনা করেছেন।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com