বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

ভাগ্যের জোরে সেমিফাইনালে বাংলাদেশ: এবার প্রতিপক্ষ পাকিস্তান

ভাগ্যের জোরে সেমিফাইনালে বাংলাদেশ: এবার প্রতিপক্ষ পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক || নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে ভাগ্যক্রমেই। ভুটানে অনুষ্ঠিত গ্রুপ পর্বে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। ভারতের কাছে পরাজিত হওয়ার পর মালদ্বীপের সঙ্গে ড্র করে সেমিফাইনালে ওঠার আশা প্রায় হারিয়ে ফেলেছিল সাইফুল বারী টিটুর দল।
বাংলাদেশের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে পুরোপুরি নির্ভর করতে হয়েছিল ভারতের ওপর। শেষ ম্যাচে ভারত মালদ্বীপকে ৩-০ গোলে হারানোর ফলে এবং একটি হলুদ কার্ডের জটিলতার কারণে বাংলাদেশ সৌভাগ্যক্রমে সেমিফাইনালে জায়গা করে নেয়।
সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণে একদিন অতিরিক্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। শেষ পর্যন্ত পাকিস্তানের মুখোমুখি হতে হচ্ছে সেমিফাইনালে, যেখানে আরেক ম্যাচে ভারত লড়বে নেপালের বিপক্ষে।
পাকিস্তানের শক্তি ও চ্যালেঞ্জ: পাকিস্তান সেমিফাইনালের আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে। তারা এর আগে নেপালকে ১-০ গোলে হারিয়েছে এবং ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। তাদের শক্তিশালী পারফরম্যান্স সেমিফাইনালে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে।
বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়। সেমিফাইনালের এ লড়াইয়ে বাংলাদেশকে নিজেদের সেরাটা দিতে হবে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণের জন্য।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com