শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

‘কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনও ধরা পড়েনি’

‘কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনও ধরা পড়েনি’

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন

জামালপুর || নেত্রকোণা আলো ডটকম:
সারা দেশে কারাগার থেকে ৫ আগস্টের সহিংসতার মধ্যে পালিয়ে যাওয়া বেশিরভাগ আসামি ফিরে আসলেও এখনও ৫০০ জনের মতো পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।
এছাড়াও লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২ অক্টোবর) বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
এ সময় কারা মহাপরিদর্শক জানান, সারা দেশে নতুন কারাগার নির্মাণে যে সকল ঠিকাদার অপারগ হবেন, নিয়ম অনুযায়ী তাদের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। কারাগারে বন্দিদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বৃদ্ধির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া আছে বলেও জানান তিনি।
কারাগার পরিদর্শন শেষে সভায় যোগদান করেন কারা মহাপরিদর্শক। সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com