বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

আদমজী ইপিজেডে ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের কোম্পানি

আদমজী ইপিজেডে ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের কোম্পানি

ছবি: বাসস

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

চীনের জিদালাই কোম্পানি লিমিটেড ৫.৮৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (এইপিজেড) একটি জিপার পুলার তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ কারখানাটি বার্ষিক ৭ কোটি পিছ জিপার পুলার তৈরি করবে, যেখানে ১৮৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।

জিদালাই কোম্পানি বিশ্ববিখ্যাত জিপার ব্র্যান্ড ‘ওয়াইকেকে’র একটি কৌশলগত ব্যবসায়িক অংশীদার।

গত বুধবার (১৬ অক্টোবর) বেপজার সাথে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে জিদালাই কোম্পানি লিমিটেড। ঢাকায় বেপজার সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিদালাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মি. সু সেহ-মিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। তিনি জিদালাই কোম্পানিকে বিনিয়োগের স্থান হিসেবে বেপজাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং কোম্পানির সফল ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

বেপজা বাংলাদেশের একটি অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে গত ৪৪ বছর ধরে বিনিয়োগকারীদের সেবা দিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ জিদালাই কোম্পানির প্রতিনিধি এবং ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লি. এর ব্যবস্থাপনা পরিচালক মি. জিন দেগুচি। -বাসস

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com