বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

ভোজ্যতেলের দাম কমাতে এনবিআরের জরুরি উদ্যোগ, ভ্যাট ছাড়

ভোজ্যতেলের দাম কমাতে এনবিআরের জরুরি উদ্যোগ, ভ্যাট ছাড়

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাজারে ভোজ্যতেলের দাম কমাতে জরুরি পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের ওপর আরোপিত ভ্যাট কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা দুটি পৃথক আদেশে এই ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম আদেশ অনুযায়ী, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করা হয়েছে।

দ্বিতীয় আদেশে, আমদানিকৃত পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের ওপর প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

এই উদ্যোগের লক্ষ্য ভোজ্যতেলের বাজারমূল্য কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com