শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন

চার কার্যদিবস পর পুঁজিবাজারে বড় উত্থান

চার কার্যদিবস পর পুঁজিবাজারে বড় উত্থান

অর্থনীতি ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
চার কার্যদিবসের টানা পতনের পর মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে উর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার, যা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার করেছে।

ডিএসইতে লেনদেন কিছুটা কম হলেও সূচকের উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। ডিএসই এক্স সূচক দিন শেষে ১১৮.৮০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭ পয়েন্টে পৌঁছেছে। শরিয়া সূচক ২৬.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫২.৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৮ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইতে মোট ৩৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সিএসসিএক্স সূচক ১২১.৯৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫২৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬.১৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে দিনশেষে ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই উত্থান বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের ইঙ্গিত দেয় এবং সামনের দিনগুলোতে বাজারের অবস্থা স্থিতিশীল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com