শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা, যা আগের দাম ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা থেকে কমেছে।
সোমবার (৪ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী:
২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা,
২১ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা,
১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা,
সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৯৫ হাজার ৫৭৫ টাকা।
এদিকে, সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম ২২ ক্যারেটে ২,৭৪১ টাকা, ২১ ক্যারেটে ২,৬২৪ টাকা, ১৮ ক্যারেটে ২,২৩৯ টাকা, এবং সনাতন পদ্ধতিতে ১,৬৮০ টাকা।