শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

পুতিনকে সাথে ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা বললেন ট্রাম্প

পুতিনকে সাথে ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা বললেন ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন। নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা না হলেও, তিনি ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে কথা বলেছেন এবং উত্তেজনা এড়াতে পরামর্শ দিয়েছেন বলে রয়টার্স এবং এনডিটিভি তাদের পৃথক প্রতিবেদনে জানিয়েছে।

সূত্রের বরাতে জানা যায়, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন। নির্বাচনী প্রচারে তিনি ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন সামরিক ও অর্থনৈতিক সহায়তার সমালোচনা করেন এবং যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন, যদিও সেই প্রতিশ্রুতি পূরণের নির্দিষ্ট পরিকল্পনা এখনও প্রকাশ করেননি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ট্রাম্প ফ্লোরিডায় তার বাসভবন থেকে পুতিনের সঙ্গে এই ফোনালাপ করেন, যা নির্বাচনের ফলাফল পুরোপুরি নিশ্চিত হওয়ার আগেই অনুষ্ঠিত হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com