বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন

লেবাননে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা

লেবাননে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লেবাননের উত্তরাঞ্চলে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার মধ্যে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) লেবাননে যুদ্ধবিরতির উদ্দেশ্যে একটি প্রাথমিক উদ্যোগ দেখা গেছে বলে জানায় রয়টার্স।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন লেবাননের দক্ষিণাঞ্চলে তৃতীয় দিনের মতো ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দাহিয়ে এলাকা। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, এই হামলায় পাঁচটি ভবন ধ্বংস হয়েছে। দাহিয়ে এলাকার এক লেবানিজ নারী বলেন, “আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি।”

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অস্ত্রাগার এবং সামরিক হেডকোয়ার্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে, লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, পূর্বাঞ্চলীয় বালবেক শহরে ইসরায়েলের বিমান হামলায় ২০ জন নিহত এবং দক্ষিণাঞ্চলীয় শহরে বোমা হামলায় আরও ১১ জন নিহত হয়েছেন।

এই সংঘাতের মধ্যেই, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বৃহস্পতিবার লেবানন গিয়ে যুদ্ধবিরতির একটি প্রস্তাব লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বারির কাছে তুলে ধরেন। এ নিয়ে বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও লেবাননের দুটি রাজনৈতিক সূত্র এই প্রস্তাবের খবর নিশ্চিত করেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com