শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

গাজায় গণহত্যা এবং মানবতাবিরোধী অভিযোগ প্রত্যাখ্যান

গাজায় গণহত্যা এবং মানবতাবিরোধী অভিযোগ প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইসরায়েলকে গাজায় গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক ব্রিফিংয়ে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষ কমিটি এবং হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগের সঙ্গে যুক্তরাষ্ট্র একমত নয়।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, এবং জাতিসংঘের বিশেষ কমিটি ইসরায়েলের যুদ্ধের কৌশলকে গণহত্যার সঙ্গে তুলনা করেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গাজায় খাদ্যাভাব সৃষ্টি ও এর কারণে মৃত্যুর ঘটনা ইসরায়েলের যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বেদান্ত প্যাটেল বলেন, “এ ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই,” এবং তিনি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সঙ্গেও দ্বিমত পোষণ করেন। তিনি আরও বলেন, গাজায় সামরিক অভিযানের সময় সেখানকার নাগরিকদের স্থানান্তরিত করা সামরিক কৌশল হিসেবে “সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য”।

হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, ইসরায়েল গত এক বছরের বেশি সময় ধরে গাজার বাসিন্দাদের জোর করে বাস্তুচ্যুত করেছে, যা মানবতাবিরোধী অপরাধের শামিল। তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগও অস্বীকার করেছে এবং দাবি করেছে যে, নির্দিষ্ট সামরিক অভিযানকালে নাগরিকদের স্থানান্তরের ঘটনা ঘটলে তা “বাধ্যতামূলক বাস্তুচ্যুতি” নয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com