বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

সাংবাদিকরা জাতির বিবেক আর সংবাদপত্র হলো সমাজের দর্পণ : হিলালী

সাংবাদিকরা জাতির বিবেক আর সংবাদপত্র হলো সমাজের দর্পণ : হিলালী

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপির কেন্দ্রীয় নেতা এবং নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বারবার দলীয় মনোনয়নপ্রাপ্ত  ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, “সাংবাদিকরা জাতির বিবেক আর সংবাদপত্র হলো সমাজের আয়না। সত্য প্রকাশে কখনো পিছপা হবেন না। তা আমার বিরুদ্ধে হোক কিংবা কোনো কর্মকর্তার বিরুদ্ধে। শুধু সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা বজায় রাখবেন। সত্যের পক্ষে লিখলে কোনো বাধা এলে আমি আপনাদের পাশে থাকব।”
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে নেত্রকোণার  কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে  মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, “প্রেসক্লাবের অনেক সদস্য আছেন, যাদের সঙ্গে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। দলমত নির্বিশেষে যার যতটুকু প্রাপ্য, তাকে সেইটুকু সম্মান দিতে আমি কখনো দ্বিধাবোধ করি না। এই প্রেসক্লাবকে আমি আমাদের সকলের প্রতিষ্ঠান মনে করি। ইতিপূর্বে সাধ্যমতো সহযোগিতা করেছি। ভবিষ্যতেও আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে শুধু সংগঠনের উন্নয়ন নয়, প্রেসক্লাব সদস্যদের পরিবারের জীবনমান উন্নয়নেও কাজ করব।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, জ্যেষ্ঠ সাংবাদিক হারেছ উদ্দিন ফকির, সিনিয়র সাংবাদিক আশরাফ উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক ও লেখক নাট্যকার রাখাল বিশ্বাস প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com