মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্ট এলাকায় পাহাড়ি ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ

হাইকোর্ট এলাকায় পাহাড়ি ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ

হামলায় আহতদের একজনকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর হাইকোর্ট এলাকায় সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থীসহ সাতজন আহত হওয়ার খবর মিলেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয় ১টার দিকে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম নেবুলা (২২), জাহিদুল ইসলাম রিয়াদ (২২), নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের মারুফ হোসেন (২০), ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ইভান তাহসিব (২৩), ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (২৪) এবং পথচারী মো. বাবুল (৪৮)।

আহত ইভান তাহসিব অভিযোগ করেন, বুধবার (১৫ জানুয়ারি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে তারা সংক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছিলেন। ওই সময় হাইকোর্ট এলাকায় পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান নিক্ষেপ করলে তারা আহত হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনার তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com