বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

পয়েন্ট খুইয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যানসিটির

পয়েন্ট খুইয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যানসিটির

ক্রীড়া ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
চেনা পরিবেশ, ঘরের মাঠ, এবং পরিচিত দর্শক—সবকিছুই ম্যানচেস্টার সিটির পক্ষেই ছিল। তবুও চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হলো পেপ গার্দিওলার শিষ্যরা। ইন্টার মিলানও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। দুই লিগের দুই শক্তিশালী দলের আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই জমে উঠলেও ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই দুই দলই বল নিজেদের দখলে রাখতে সচেষ্ট ছিল। প্রথম উল্লেখযোগ্য আক্রমণ আসে ম্যানচেস্টার সিটির পক্ষে, ম্যাচের ১৯তম মিনিটে। আরলিং হালান্ডের হেড নিখুঁতভাবে ধরে ফেলেন ইন্টার গোলরক্ষক ইয়ান সমের। সিটির রক্ষণভাগও ছিল সুদৃঢ়। ৩৫তম মিনিটে দূর থেকে আবারও চেষ্টা করেন হালান্ড, কিন্তু তার নিচু শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধের শেষের দিকে ইন্টার আক্রমণ শাণিত করে। বিরতির ঠিক আগে পাল্টা আক্রমণে দুরূহ কোণ থেকে শট নেন নিকোলো বারেল্লা, কিন্তু সিটি গোলরক্ষক এডারসনের পায়ে লেগে রক্ষা পায় সিটি।

দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার সিটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৯তম মিনিটে দারুণ পাসিং ফুটবলে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলে সিটি। বক্সের ভেতরে ছোট ছোট পাসের পর ফাঁকায় বল পান ফিল ফোডেন, কিন্তু তার শট সোজা ইন্টার গোলরক্ষকের হাতে চলে যায়।

৭৬তম মিনিটে ইন্টার প্রতি-আক্রমণে উঠে আসে। সতীর্থের পাস সিটির ডিফেন্ডারের পায়ে লেগে দারুণ পজিশনে পেয়ে যান হেনরিখ মিখিতারিয়ান; কিন্তু তার শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ম্যাচের বাকি সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি কেউই।

এই ড্রয়ের ফলে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ শুরু হলো পয়েন্ট খুইয়ে, যা তাদের জন্য হতাশার। অন্যদিকে, ইন্টারও তাদের সম্ভাবনা কাজে লাগাতে ব্যর্থ হলো। এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচগুলোতে দুই দল কিভাবে ঘুরে দাঁড়ায়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com