শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

ঢাকা: চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার এ তথ্য জানান।

মার্টিন রাইসার বলেন, “বাংলাদেশের জন্য কিছু করার এটিই গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে সংস্কার কার্যক্রমের জন্য। আমরা সহায়তা দিতে প্রস্তুত। তবে কী পরিমাণ অর্থ সহায়তা দেওয়া যাবে, তা বোর্ডের অনুমোদনসাপেক্ষ। আগামী জুনের মধ্যে ২ বিলিয়ন ডলার কয়েক ধাপে দেওয়া হতে পারে, যার মধ্যে কিছু বাজেট সাপোর্ট এবং কিছু জ্বালানি খাতে সহায়তা হিসেবে ব্যবহৃত হবে।”

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বৈঠকে বাজেট সাপোর্ট, খাদ্য নিরাপত্তা এবং বন্যা পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক ফান্ড এবং কারিগরি সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর আর্থিক খাতের সংস্কারে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা এবং চলতি বছরেই বাজেট ঘাটতি পূরণে ঋণ সহায়তার কথা জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com