বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

নেত্রকোণায় লেগুনা-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ আহত ১৫

নেত্রকোণায় লেগুনা-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা শহরে যাত্রীবোঝাই লেগুনা ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী,শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের রাজুরবাজার এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা হয়।
আহতরা হলেন, অটোরিকশার চালক সদর উপজেলার সিংহের বাংলা এলাকার মঞ্জু মিয়ার ছেলে ইমন মিয়া , বারহাট্রা উপজেলার কর্ণপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুস সালাম, সদর উপজেলার রায়পুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা আক্তার, বারহাট্রা উপজেলার ফকিরের বাজার এলাকার জালাল উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন, তিলসিন্দুর গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে আছাব উদ্দিন, জালাল উদ্দিনের ছেলে ফোরকান উদ্দিন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, সদর উপজেলার বাংলা এলাকা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে নেত্রকোণা শহরের পারলা বাসস্ট্যান্ড যাচ্ছিল। অপরদিকে নেত্রকোণা শহর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি ফকিরের বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে লেগুনা ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন নারী, ৫ জন শিশু ৫জন পুরুষ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।
নেত্রকোণা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ বলেন, আহত ১৫ জনের মধ্যে ৫ জনের অবস্থা শংকাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com