বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম
আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের পতন ঘটেছে। চলতি বছরের প্রথম আট মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৪৭১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১৬ শতাংশ কম।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এর হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, শুধু বাংলাদেশ নয়, শীর্ষ পাঁচটি রপ্তানিকারক দেশেরই রপ্তানি কমেছে। তবে বাংলাদেশের রপ্তানির পতন সবচেয়ে বেশি।
অটেক্সার তথ্যে আরও জানা যায়, এ সময়ে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৫ হাজার ১৩০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ১১ শতাংশ কম। বর্তমানে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে বাংলাদেশের বাজার হিস্যা ৯ শতাংশ।