বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

নেত্রকোণায় ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিঃ অভিযুক্ত হিন্দু যুবক গ্রেফতার

নেত্রকোণায় ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিঃ অভিযুক্ত হিন্দু যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ায় রানা চন্দ্র সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার  করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের উত্তর পাড়ার মৃত রঞ্জিত চন্দ্র সরকারের পুত্র রানা চন্দ্র সরকার গত ১৫ অক্টোবর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে “দেবী দূর্গা এবং ভক্ত” শিরোনামে একটি কাল্পনিক কথোপকথন পোস্ট করেন। পোস্টে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসলিমরা ঘটনাটি নেত্রকোণার পুলিশ সুপারকে অবহিত করেন, এবং তিনি তাৎক্ষণিকভাবে নেত্রকোনা মডেল থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে নেত্রকোণাজেলা শহরের মোক্তারপাড়া এলাকায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত রানা চন্দ্র সরকারকে আটক করে।
নেত্রকোণার সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি গাজী মুহাম্মদ আবদুর রহীম সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা নেত্রকোণায় এমন ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com