বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের বড় পতন, লেনদেন কিছুটা বেড়েছে

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের বড় পতন, লেনদেন কিছুটা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

পুঁজিবাজারে ধারাবাহিক দর পতনের প্রতিবাদে এবং বিনিয়োগকারীদের পুঁজি রক্ষার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করে বিনিয়োগকারীরা স্মারকলিপি দিয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘পুঁজিবাজারের ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের রক্ষার আবেদন’ শিরোনামে স্মারকলিপিটি জমা দেন বাংলাদেশ জনস্বার্থ সুরক্ষা পরিষদের আহ্বায়ক মো. বুলবুল আহমেদ।

সূচকের অবস্থান:
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৯৭.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১৮.৫৬ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৪.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে ২৭টি কোম্পানির, কমেছে ৩৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৪২ লাখ টাকার, যা আগের কার্যদিবসে ছিল ৩০৬ কোটি ৮৯ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অবস্থা:
সিএসসিএক্স সূচক ১৬১.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৫০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৭১.৪৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৪৯ পয়েন্টে, শরিয়া সূচক ১৬.৯৪ পয়েন্ট কমে ৯৪৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৭৯.২৫ পয়েন্ট কমে ১১ হাজার ৯২৬ পয়েন্টে নেমে এসেছে।

সিএসইতে ২৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে ২৬টির দাম বেড়েছে, ১৮১টির কমেছে এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ কোটি ৩৩ লাখ টাকার, যা আগের কার্যদিবসে ছিল ৪ কোটি ৬৪ লাখ টাকা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com