বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ: শনিবার পর্যন্ত সময় বেঁধে দিলো শিক্ষার্থীরা

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ: শনিবার পর্যন্ত সময় বেঁধে দিলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক || নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজকে কমিশন গঠন করে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিন দফা দাবি আদায়ে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা কলেজের মেইন গেটের সামনে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান আন্দোলনের মুখপাত্র আব্দুর রহমান।

তিনি বলেন, আমরা শনিবার পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। বৃহস্পতিবার আমরা সকল ক্যাম্পাসে গণসংযোগ করবো। সবার সঙ্গে আলোচনা করে শনিবারের মধ্যে সমস্যা সমাধান না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

এর আগে, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে দেড় ঘণ্টা অবস্থানের পর মিরপুর রোড হয়ে নীলক্ষেত থেকে ঢাকা কলেজে এসে শেষ হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com