শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের শেয়ার বাজারে আবারও দরপতনের প্রবণতা দেখা দিয়েছে। আজ (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ কমে ৪ হাজার ৯৪১ দশমিক ২৬ পয়েন্টে নেমে এসেছে। সকাল ১১টা ৬ মিনিটের সময় ডিএসইর মোট টার্নওভার ছিল ১১৪ কোটি ২০ লাখ টাকা।
আজকের লেনদেনে ১৪০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, তবে ১৮৪টির কমেছে এবং ৬৫টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। পুঁজিবাজারের এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকায় নিয়ন্ত্রক সংস্থা গতকাল থেকে তদন্ত শুরু করেছে। তদন্ত কমিটি দরপতনের কারণ চিহ্নিত করে ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ জমা দেবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা দেখা গেছে। সিএএসপিআই সূচক দশমিক ৫২ শতাংশ বা ৭৩ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৩৩ দশমিক ২০ পয়েন্টে নেমে এসেছে।