বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছে ৯ বিলিয়ন ডলার, শীর্ষ তিন দেশ থেকে ৪ বিলিয়ন

প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছে ৯ বিলিয়ন ডলার, শীর্ষ তিন দেশ থেকে ৪ বিলিয়ন

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) বাংলাদেশে প্রবাসী আয় এসেছে ৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ও সৌদি আরব এই তিন দেশ থেকেই এসেছে ৪ বিলিয়ন ডলার, যা দেশের মোট রেমিট্যান্সের ৪৪ দশমিক ২৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ হিসেবে অবস্থান করছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসে যুক্তরাষ্ট্র। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসেও যুক্তরাষ্ট্র এই অবস্থান ধরে রেখেছে, এরপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

এই সময়ে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন মোট ১৪১ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ২০ কোটি টাকা। মাসওয়ারি রেমিট্যান্সের হিসাবে, জুলাইয়ে এসেছে ২৩ কোটি ৯০ লাখ ডলার, আগস্টে ২৯ কোটি ৩৫ লাখ ডলার, সেপ্টেম্বরে ৮ কোটি ৭৯ লাখ ডলার, এবং অক্টোবরে ৫০ কোটি ডলার।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে মোট ১৩৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ১৬ হাজার ৩৯০ কোটি টাকা) পাঠানো হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ৩৩ কোটি ২৭ লাখ ডলার, আগস্টে ৩৪ কোটি ডলার, সেপ্টেম্বরে ৩৬ কোটি ডলার, এবং অক্টোবরে ৩৩ কোটি ৩৭ লাখ ডলার এসেছে।

সৌদি আরব থেকে প্রথম চার মাসে মোট ১১৭ কোটি ৬১ লাখ ডলার (১৪ হাজার ১১৩ কোটি টাকা) রেমিট্যান্স এসেছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com