বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

নেত্রকোণায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু

নেত্রকোণায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু

এ কে এম মোজাম্মেল হক,  কলমাকান্দা (নেত্রকোণা):
নেত্রকোণার কলমাকান্দায় জমিতে মটরের মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আরো একজন গুরুতর আহত হন।
নিহতরা হচ্ছেন-উপজেলার পোগলা ইউনিয়নের শুনই সারুলিয়া গ্রামের সদর আলীর ছেলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৪৯), একই এলাকার ফজলু মিয়ার ছেলে শ্রমিক রুপায়েন মিয়া (২৩)। আহত ব্যক্তি হচ্ছেন, একই এলাকার আব্দুল খালেকের ছেলে জায়েদুল (৩৬)।
মঙ্গলবার সকালে উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা শুনুই গ্রামে এ ঘটনা ঘটে।
কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, সকালে জমিতে কাজ করতে যান রফিকুল ইসলামসহ তিনজন। এসময় তারা জমি চাষের জন্যে বিদ্যূত চালিতে একটি মটর মেরামত করছিলেন। তখন অসাবধনতাবশত তারা বিদ্যূৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com