শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তার নতুন প্রশাসনে সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে কোনো ভূমিকা দেওয়া হবে না। শনিবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, “আগে তাদের সঙ্গে কাজ করে উপভোগ করেছি এবং তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই, তবে বর্তমান প্রশাসনে তাদের যোগদানের পরিকল্পনা নেই।”
আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এবং তার প্রশাসনের সদস্যদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন। ইতোমধ্যে বিশিষ্ট বিনিয়োগকারী স্কট বেসেন্টের সঙ্গে দেখা করেছেন, যিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারির জন্য একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
নিকি হ্যালি সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের সঙ্গে প্রাথমিক নির্বাচনী পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও জনপ্রিয়তার অভাবে তিনি প্রার্থী পদে টিকে থাকতে পারেননি। মাইক পম্পেও ট্রাম্পের প্রথম মেয়াদে সিআইএ প্রধান এবং পরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভূমিকা পেতে পারেন বলে ধারণা করা হয়েছিল, তবে বর্তমানে এমন কোনো সম্ভাবনা নেই।
ট্রাম্পের এই সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি হ্যালি ও পম্পেও।