শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ হামলায় গাজা, লেবানন ও সিরিয়ায় মোট ৯৪ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ, লেবাননে নিহত হয়েছেন ৩৮ জন এবং সিরিয়ায় নিহত হয়েছেন ৭ জন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার গাজা জুড়ে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৪৯ জন ফিলিস্তিনি নিহত হন। উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি হামলাতেই প্রাণ হারান ৩৬ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬০৩ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২ হাজার ৯২৯ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের চালানো হামলায় ৩৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭ শিশু রয়েছে। বিশেষত রাজধানী বৈরুতের উত্তরে অবস্থিত আলমাত গ্রামে হামলায় ২৩ জন নিহত হন। লেবাননে ইসরায়েলের এই হামলা গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়, যার প্রধান লক্ষ্য হিজবুল্লাহর অবকাঠামো ও অস্ত্রাগার। পাল্টা আঘাতে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনা হত্যার দাবি করেছে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে একটি আবাসিক ভবনে চালানো ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত এবং অনেকে আহত হন।