শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান হিসেবে তুলসী

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান হিসেবে তুলসী

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের গোয়েন্দাপ্রধান হিসেবে সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে নিয়োগের ঘোষণা দিয়ে গোয়েন্দা সংস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, যা বিশ্ব গোয়েন্দা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প এই সিদ্ধান্তের মাধ্যমে গোয়েন্দা সংস্থায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

তুলসী গ্যাবার্ডের গোয়েন্দা সংস্থায় সরাসরি কাজের অভিজ্ঞতা নেই এবং তার বিরুদ্ধে রাশিয়া ও সিরিয়ার প্রতি নমনীয় মনোভাবের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তারা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিআইএর সাবেক অপারেশনস ডিরেক্টর রান্ডাল ফিলিপস বলেন, “ট্রাম্পের শীর্ষ পদে অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া নিয়ন্ত্রণে প্রশ্নের সৃষ্টি করছে।”

পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা নেটওয়ার্ক ‘ফাইভ আই’ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, এবং নিউজিল্যান্ড) দেশগুলোর মধ্যে এ নিয়ে মতানৈক্য সৃষ্টি হতে পারে। মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালনার উপর আস্থা নিয়ে শঙ্কিত বলে জানান একজন পশ্চিমা নিরাপত্তা সূত্র।

গ্যাবার্ড দুই দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে কাজ করেছেন, এবং তিনি কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে, ডেমোক্রেটিক পার্টি থেকে বেরিয়ে আসার পর তিনি দলটিকে ‘যুদ্ধবাজদের’ আধিপত্যের অধীন বলে মন্তব্য করেন। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও এবং গোয়েন্দাপ্রধান হিসেবে গ্যাবার্ডের নিয়োগে মার্কিন সেনা কর্মকর্তা ও রিপাবলিকানরা বিস্মিত হয়েছেন।

গ্যাবার্ড মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য। তার মা হিন্দু মতাদর্শে দীক্ষিত ছিলেন এবং তুলসী নিজেও হিন্দু হিসেবে পরিচিত। তিনি কংগ্রেসে শপথ গ্রহণ করেছিলেন ভগবত গীতা হাতে।

বিশ্ব গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পের এমন সিদ্ধান্তের প্রতি মনোযোগী এবং এটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রমের উপর বৈশ্বিক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com