বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

প্রজ্ঞা জয়সওয়ালের ক্যারিয়ারের উত্থান-পতন

প্রজ্ঞা জয়সওয়ালের ক্যারিয়ারের উত্থান-পতন

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

প্রজ্ঞা জয়সওয়াল, ১৯৮৮ সালে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন। সেখানেই তার শৈশব ও প্রাথমিক পড়াশোনা সম্পন্ন হয়। পুণে থেকে পড়াশোনা শেষ করে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করলেও, অভিনয়ের প্রতি আগ্রহের কারণে মডেলিংয়ের জগতে প্রবেশ করেন। ২০০৮ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে নিজের পথ সুগম করেন প্রজ্ঞা।

২০১৪ সালে প্রজ্ঞার অভিনয় ক্যারিয়ার শুরু হয় তামিল ভাষার ‘বিরাটু’ সিনেমা দিয়ে। বলিউডে তার অভিষেক ঘটে একই বছরে ‘টিটু এমবিএ’ সিনেমার মাধ্যমে। যদিও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, বলিউডে তিনি তেমন সাফল্য পাননি।

২০২১ সালে সালমান খানের সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এ সালমানের প্রেমিকার চরিত্রে অভিনয়ের সুযোগ পান প্রজ্ঞা। যদিও সিনেমার মুক্তির সময় তার দৃশ্যগুলো বাদ দেওয়া হয়, যা নিয়ে পরে প্রজ্ঞা এক সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করেন।

দীর্ঘ বিরতির পর বলিউডে ফিরেছেন প্রজ্ঞা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘খেল খেল মে’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। এই সিনেমায় তিনি অক্ষয় কুমার ও তাপসী পান্নুর সঙ্গে কাজ করেছেন, যা তাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।

শোবিজ অঙ্গনে পদচারণার পর থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রির নির্মাতা রাধাকৃষ্ণ জগরলামুদির সঙ্গে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। যদিও এই সম্পর্ক শেষ হয়ে গেছে বলে জানা যায়।

প্রজ্ঞা জয়সওয়াল একজন মেধাবী অভিনেত্রী যিনি দীর্ঘ বিরতির পর নতুনভাবে বলিউডে ফিরে এসেছেন। তার অভিনীত ‘খেল খেল মে’ সিনেমাটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং এতে প্রজ্ঞার ক্যারিয়ারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com