শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নেত্রকোনার আলো ডটকম:
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ এর পর সুকুমার পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিলের মতো তারকাদের পাশাপাশি এবার যোগ দিচ্ছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা, যিনি ছবির আইটেম গানে উপস্থিত থাকবেন।
‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছিল এবং হিন্দি সহ বিভিন্ন ভাষায় ব্যাপক সাফল্য পেয়েছিল। এবার শ্রীলীলার অংশগ্রহণে আইটেম গানটি আরও দর্শকপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এর আগের ছবিতে সামান্থা প্রভুর ‘ওও আন্তাভা’ গানটি দারুণ সাড়া ফেলেছিল, তাই দ্বিতীয় কিস্তির গানটি নিয়েও কৌতূহল তুঙ্গে।
রিপোর্ট অনুযায়ী, ‘পুষ্পা ২: দ্য রুল’ এর বিশ্বব্যাপী থিয়েটার অধিকার বিক্রি হয়েছে ৬০০ কোটি টাকায়। এছাড়া ওটিটি অধিকার ২৭৫ কোটি এবং স্যাটেলাইট অধিকার ৮৫ কোটি টাকায় বিক্রি হয়েছে, যার সাথে মিউজিক রাইটস ৬৫ কোটি টাকায় বিক্রি হয়েছে।