শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও বিজয়ী হওয়ায়, তার বেশ কয়েকজন বিরোধী তারকা দেশ ছাড়ার চিন্তা করছেন বলে খবর দিয়েছে ফক্স। তাদের মধ্যে প্রথমেই আছেন হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন, যিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ইতালিতে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর এক সাক্ষাৎকারে শ্যারন বলেন, “এই প্রথম এমন কাউকে দেখলাম, যিনি এত ঘৃণা ও অত্যাচারের পরিবেশের মধ্যে থেকেও প্রেসিডেন্টের দৌড়ে নামতে পেরেছেন।”
এছাড়া, মার্কিন গায়িকা ও অভিনেত্রী চেরও ট্রাম্পের জয়ের পর দেশ ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের আগের প্রেসিডেনশিয়াল সময়ে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন। দ্য গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে চের বলেছিলেন, “ট্রাম্প ফের প্রেসিডেন্ট হলে হয়ত আমাকে দেশ ছাড়তে হবে।”
ব্রিটিশ অভিনেত্রী মিনি ড্রাইভার ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে ইংল্যান্ডে চলে গেছেন বলে জানা গেছে। ট্রাম্পের সম্ভাব্য জয়ের কথা মাথায় রেখেই তিনি লস অ্যাঞ্জেলেস ছেড়েছিলেন বলে ‘দ্য টাইমস’-এ প্রকাশিত সাক্ষাৎকারে জানিয়েছিলেন।
‘গেম অফ থ্রোনস’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নারও ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্র ছেড়ে নিজের দেশ যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।