বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের ইশিং শহরে পরীক্ষার ফল খারাপ করায় এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আটজনকে হত্যা এবং আরও ১৭ জনকে আহত করেছেন।
শনিবার উশি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, হামলাকারী শিক্ষার্থী, যিনি ওই প্রতিষ্ঠানেরই ২১ বছর বয়সী ছাত্র, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে হতাশ ও ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
এক পুলিশ কর্মকর্তা সিএনএনকে জানান, সম্প্রতি প্রতিষ্ঠানের সম্মান কোর্সের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অকৃতকার্য হওয়ায় ওই শিক্ষার্থী ক্ষোভে ফেটে পড়েন এবং এই হামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন।
হামলার পর হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
চীনে সাম্প্রতিক সময়ে ছুরি হামলার ঘটনা বেড়েছে। গত অক্টোবরেও সাংহাইয়ের একটি সুপার মার্কেটে ছুরি হামলায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছিলেন।