বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

ইউক্রেনের বিদ্যুৎ ও সামরিক স্থাপনায় বড় হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের বিদ্যুৎ ও সামরিক স্থাপনায় বড় হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইউক্রেনের বিদ্যুৎ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে লক্ষ্য করে এটি রাশিয়ার অন্যতম বড় হামলা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আজ রবিবার রুশ বাহিনী ১২০ টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন হামলা করেছে। প্রায় তিন বছরের এই যুদ্ধে এটা তাদের অন্যতম বড় হামলা।
টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ভাষণে জেলেনস্কি দাবি করেন, ১৪০টি হামলা প্রতিহত করেছে তারা। তিনি বলেন, মাইকোলাইভে রাশিয়ার এক ড্রোন হামলায় অন্তত ২ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে শিশুও ছিল। পুরো এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। রাজধানী কিয়েভ ও গুরুত্বপূর্ণ বন্দর ‍ওডেশাতেও হামলা হয়েছে।
রবিবার ইউক্রেনের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভ ও অন্য দুই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com