শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ঘটা এই হামলায় আরও তিনজন নিহত হন।
সোমবার (১৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জানা যায়, রোববার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দপ্তরে এই হামলা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় চারজন নিহত ও ১৪ জন আহত হন।
হিজবুল্লাহ রোববার সন্ধ্যায় মোহাম্মদ আফিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। হামলার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপে আটকে পড়া লোকদের উদ্ধার করেন।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দপ্তর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন এই দলটি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
আল জাজিরার তথ্য অনুযায়ী, গত এক দিনে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে। এছাড়া, আহতের সংখ্যা ১৪ হাজার ৭৮৬ জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।