শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডার আলী মুসা দাকদুক ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনায় সহায়তা করেছিলেন বলে জানা গেছে।
শনিবার (২৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজ জানায়, দাকদুক কারবালার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সে সময় আমেরিকান নিরাপত্তা দলের ছদ্মবেশে যোদ্ধারা একটি ঘাঁটিতে প্রবেশ করে গুলি চালায় এবং পাঁচ মার্কিন সেনাকে হত্যা করে।
এনবিসি-র প্রতিবেদনে আরও বলা হয়, দাকদুক একসময় মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। তবে পরবর্তীতে বাগদাদ থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের পর ইরাকি সরকার তাকে মুক্তি দেয়।
সিরিয়ায় ইসরাইলি হামলায় দাকদুকের নিহত হওয়ার সময় বা স্থান এখনও পরিষ্কার নয়। এই হামলার লক্ষ্য তিনি ছিলেন কি না, তাও নিশ্চিতভাবে জানা যায়নি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে ইসরাইল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করেছে এবং পাশাপাশি সিরিয়াতেও আক্রমণ চালিয়ে যাচ্ছে। বৈরুতে ইসরাইলি হামলার মুখে অনেক হিজবুল্লাহ যোদ্ধা সিরিয়ায় আশ্রয় নিয়েছেন।