শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

ইসরাইলের হামলায় লেবাননে ২৪ ঘণ্টায় নিহত ৫৯, আহত ১১২

ইসরাইলের হামলায় লেবাননে ২৪ ঘণ্টায় নিহত ৫৯, আহত ১১২

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইসরাইলের বিমান ও স্থল বাহিনীর অভিযানে লেবাননের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৫৯ জন এবং আহত হয়েছেন আরও ১১২ জন।

শুক্রবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে আরও জানানো হয়, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরাইলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে দাঁড়িয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চল, যা ইসরাইলের উত্তর সীমান্তের অপর পাশে অবস্থিত, হলো হিজবুল্লাহর প্রধান ঘাঁটি। ১৯৮৫ সালে ইরানের প্রত্যক্ষ সমর্থনে প্রতিষ্ঠিত এই সশস্ত্র ইসলামি গোষ্ঠী শুরু থেকেই ইসরাইল রাষ্ট্রকে ধ্বংসের অঙ্গীকার করে এসেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোও অবস্থিত।

হিজবুল্লাহ প্রতিষ্ঠার পর থেকে ইসরাইলের সঙ্গে বিভিন্ন সংঘাতে লিপ্ত হয়েছে। তবে সংঘাত গুরুতর আকার ধারণ করে ২০২৩ সালের ৭ অক্টোবর, গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর। হামাসের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, যার পাল্টা জবাব দেয় ইসরাইলি বাহিনী।

গত ২০ সেপ্টেম্বর থেকে ইসরাইল লেবাননে বিমান ও স্থল অভিযান শুরু করে। সেই অভিযানের ১০ দিনের মধ্যেই নিহত হন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীর শীর্ষস্থানীয় কমান্ডাররা। এতে সংগঠনের চেইন অব কমান্ড প্রায় ভেঙে পড়ে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলার ফলে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষ লেবানন থেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com