শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে: বাণিজ্য উপদেষ্টা

নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে: বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম: 
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন বলেছেন, নিত্যপণ্যের বাজার কিছুটা সহনীয় অবস্থায় এসেছে। সামনে রমজান উপলক্ষে বাজার আরও স্থিতিশীল রাখতে চাহিদা ও জোগানের মধ্যে সমন্বয় করা হচ্ছে।
শনিবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “দেশে গত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। এতে সমাজ বিভক্ত হয়ে পড়েছিল এবং বিভিন্ন সেক্টরের মানুষ ভীতসন্ত্রস্ত অবস্থায় ছিল।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “জ্ঞান অর্জন একটি চলমান প্রক্রিয়া। কঠোর পরিশ্রম এবং লক্ষ্য অর্জনে প্রত্যয়ই শিক্ষার্থীদের সাফল্যের পথ দেখাবে।”
ডিআরইউ সভাপতি মো. শুকুর আলী শুভর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান (রিস্ক ম্যানেজমেন্ট কমিটি) একেএম মোস্তাফিজুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মহি উদ্দিন।
অনুষ্ঠান শেষে প্রয়াত সদস্যদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন বাণিজ্য উপদেষ্টা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com