রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বান্দরবানের রুমা উপজেলার গভীর জঙ্গলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত হয়েছেন। এ তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বান্দরবানের গহীন জঙ্গলে একটি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে যায়। অভিযানের সময় কেএনএফ সদস্যরা সেনাবাহিনীর উপর গুলি চালালে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে ঘটনাস্থলেই তিন কেএনএফ সদস্য নিহত হন।
অভিযানের পর ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সক্রিয়। তারা বিভিন্ন সশস্ত্র কার্যক্রমে জড়িত বলে অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।